Logo

‎কাঁচপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
২০ অক্টোবর, ২০২৫, ১৬:৪২
3Shares
‎কাঁচপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
ছবি প্রতিনিধি।

‎নারায়ণগঞ্জের কাঁচপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন আলিফ নীটওয়্যার অ্যান্ড গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা।

বিজ্ঞাপন

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে তারা ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর-তারাবো সড়কসংলগ্ন এলাকায় অবস্থান নেন। এই অবরোধে এলাকায় যান চলাচলে সাময়িক স্থবিরতা দেখা দেয়।

‎ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জানায়, ফ্যাক্টরির ১৮৫ জন শ্রমিক—যার মধ্যে নারী ১২০ জন ও পুরুষ ৬৫ জন, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে এই আন্দোলনে অংশ নেন। শ্রমিকদের অভিযোগ, টানা দুই মাস ধরে বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে তারা চরম দুর্ভোগে পড়েছেন।

বিজ্ঞাপন

‎খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নারায়ণগঞ্জের সিনিয়র এএসপি সাদিক ও এএসপি ওয়ালি উল্যাহ, রূপগঞ্জ ও সোনারগাঁও থানা পুলিশ এবং কুইক রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে কলকারখানা অধিদপ্তরের পরিদর্শক শরীফজাম্মান ও শ্রমিক নেতা আক্তার হোসেনের (আইন বিষয়ক ও দরকষাকষি সম্পাদক, সিপিবি, নারায়ণগঞ্জ জেলা) উপস্থিতিতে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা হয়।

‎শ্রমিক সালমান বলেন, আমরা কাজ করি পরিবার চালানোর জন্য। দুই মাস বেতন না পেয়ে আমাদের ঘরে ঠিক মোত ঘরে ভাত জোটে না। তাই বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে।

‎কারখানার ব্যবস্থাপনা পরিচালক শাহাজাহান জানান, বকেয়া বেতন নির্ধারিত তারিখে পরিশোধ করা হবে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি না হয়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

‎তিনি আরো জানান, আলোচনায় সমঝোতা হয়েছে, আগামী ২৩ অক্টোবর ২০২৫ তারিখে আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নিয়ে কর্মস্থল ত্যাগ করেন।

‎কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, আলিফ নীটওয়্যার অ্যান্ড গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা তাঁদের বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে। পরে মালিকপক্ষ এসে ২৩ অক্টোবর তাদেরকে বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ উঠিয়ে নেয়।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD