শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি

‘মানসম্পন্ন হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্য নিয়ে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২২ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সম্মেলন কক্ষে জন-সচেতনতা মূলক আলোচনা সভা শেষে ২৫ জন বৈধ লাইসেন্সধারি মোটরসাইকেল চালককে হেমলেট ও সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জন ব্যক্তির পরিবারের সদস্যদের মাঝে ৫ লাখ টাকা হারে মোট ২৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম, বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) জিএম নাদির হোসেন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রোভার স্কাউট এবং গণমাধ্যম কর্মী প্রমুখ।
বিজ্ঞাপন