কালুখালীতে খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল বিতরণ

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের শমসের মার্কেট বাজারে হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ চাউল বিতরণ কার্যক্রম চলে। ১৫ টাকা কেজি মূল্যে ৩০ কেজি করে ৫২৫ জন কার্ডধারীর মাঝে এ চাউল বিতরণকালে ডিলার মো. রফিকুল আলম, ট্যাগ অফিসার হিসেবে সাগর কুমার দাস ও মো. রিয়াজ মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় ডিলার মো. রফিকুল আলম বলেন, সপ্তাহে তিন দিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাউল বিতরণ করা হয়। ১৫ টাকা কেজি মূল্যে ৩০ কেজি করে চাউল বিতরণ করছি।
বিজ্ঞাপন