জনবাণীতে সংবাদ প্রকাশের পর অসহায় বৃদ্ধ দম্পতির পাশে ইউএনও

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কিশামত পাইকপাড়া গ্রামের অসহায় বৃদ্ধ দম্পতি নুরুল ইসলাম (৭০) ও রেজিয়া বেগমের (৬৫) পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান।
বিজ্ঞাপন
সম্প্রতি দৈনিক জনবাণীতে “খেয়ে না খেয়ে দিন কাটে নুরুল-রেজিয়া’র” শিরোনামে সংবাদ প্রচারের পর বিষয়টি ইউএনও’র নজরে আসে। সংবাদটি দেখার পরপরই তিনি দ্রুত মানবিক উদ্যোগ গ্রহণ করেন এবং বুধবার (২২ অক্টোবর) দুপুরে সরেজমিনে ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন।
এ সময় ইউএনও আল ইমরান ওই দম্পতির হাতে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র কম্বল আর্থিক সহায়তা প্রদান করেন। এ ছাড়াও তিনি বৃদ্ধ দম্পতিকে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার আশ্বাস দেন।
বিজ্ঞাপন
এ সময় রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রহমত আলী,
উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা: মো: গোলাম রসুল রাখি, জামাতের আমির মাওলানা মো: কপিল উদ্দিনসহ আরও অনেকই উপস্থিত ছিলেন।
ইউএনও আল ইমরান বলেন, সংবাদটি দেখে খুবই মর্মাহত হয়েছি। বয়স্ক এই দম্পতির মতো এমন কষ্ট আর কেউ যেন না পায়, প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”
বিজ্ঞাপন
অসহায় নুরুল ইসলাম ও তার স্ত্রী রেজিয়া বেগম ইউএনও’র এমন মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই বয়সে কেউ আমাদের খবর নেয়নি। দৈনিক জনবাণী আর ইউএনও স্যারকে আল্লাহ ভালো রাখুক।’
স্থানীয়রা জানান, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের এ দ্রুত পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। তারা দৈনিক জনবাণী ও ইউএনও আল ইমরানকে ধন্যবাদ জানান।
বিজ্ঞাপন
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রেজিয়া বেগম টিউমার রোগে আক্রান্ত হলেও অর্থাভাবে চিকিৎসা সম্ভব হয়নি। বিদ্যুৎবিহীন জরাজীর্ণ কুঁড়ে ঘরে থেকে কখনো খেয়ে না খেয়ে জীবনযাপন করছিলেন এ দম্পতি।