খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২২ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খাগড়াছড়ি সার্কেলের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ. বি. এম. ইফতেখারুল ইসলাম খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান, বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ মুছা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, পথচারী ও যাত্রী— সবার মধ্যেই সচেতনতা বাড়াতে হবে। যানবাহনের গতিসীমা মেনে চলা, মানসম্মত হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ করলেই দুর্ঘটনা ও প্রাণহানি কমানো সম্ভব।
আয়োজকরা জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ সড়ক সংস্কৃতি গড়ে তোলাই জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের মূল উদ্দেশ্য।








