শ্রীমঙ্গলে গাড়িচাপায় সিপিজি সদস্য নিহত

শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. সিরাজ মিয়া (৬৫) নামের এক সিপিজি (কমিউনিটি প্যাট্রোল গ্রুপ) সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) ভোর সকালে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত মো. সিরাজ মিয়া শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া এলাকার বাসিন্দা এবং ডলুছড়া সিপিজি’র সদস্য ছিলেন। তিনি সিএমসি অফিস বয় বাবুল মিয়ার বাবা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, ভোরে তিনি দায়িত্ব পালন শেষে অথবা ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় জানকীছড়া এলাকায় একটি দ্রুতগামী অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বন ও পরিবেশ সুরক্ষায় নিয়োজিত একজন সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয় কমিউনিটি এবং সহকর্মীরা মর্মাহত। পুলিশ অজ্ঞাত গাড়ি ও চালককে চিহ্নিত করার জন্য তদন্ত শুরু করেছে।