Logo

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে: শফিকুল আলম

profile picture
জেলা প্রতিনিধি
মাগুরা
২৪ অক্টোবর, ২০২৫, ১১:৫২
5Shares
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে: শফিকুল আলম
প্রেস সচিব শফিকুল আলম । ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে সব দল ঐক্যমতে আছে। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে।’

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় মাগুরার নবগঙ্গা নদীর ব্রিজসংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘দেশের সাধারণ মানুষ ভোট দিতে আগ্রহী। ছাত্র কাউন্সিলের চারটি নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। জাতীয় নির্বাচনেও সবাই ভোট দিতে আসবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছরে হাসিনার আমলে জনগণ ভোট দিতে পারেনি। ওই সময়ে এমপিরা ঘুষ খেতেন, আর নির্বাচনে টাকার বিনিময়ে প্রার্থী মনোনয়ন দেওয়া হতো। ফলে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।’

নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘পুরো জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। বর্ষা শেষ হলেই পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া বইবে।’

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD