Logo

গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

profile picture
জেলা প্রতিনিধি
বাগেরহাট
২৪ অক্টোবর, ২০২৫, ১৩:৩২
297Shares
গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি

বাগেরহাটের মোরলগঞ্জে এবার গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন যুবক নিহত হয়েছে। নিহতের দুচোখ ক্ষত-বিক্ষত করা হয়েছে। এ সময় আরও দুজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বলভদ্রপুর গ্রামে।

গনপিটুনিতে নিহত হলেন- মতিউর রহমান (৪৫)। সে বাগেরহাট সদর উপজেলার চরগ্রামের রশিদ শেখের ছেলে।

আটক তিনজন হলেন- জেলার ফকিরহাট উপজেলার আড়পাড়া এলাকার মোহাম্মাদ হোসেনের ছেলে মো: জনি (৩৮), একই উপজেলার চাকুলি এলাকার মৃত আজিজ শেখের ছেলে আসাদুল শেখ (৪০) এবং বাগেরহাট সদরের খানজাহান মাজার এলাকার বজলু হাওলাদারের ছেলে কসাই রুম্মান (৩৭)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, বনগ্রাম বলভদ্রপুর গ্রামের জনৈক নয়ন ও পলাশের গোয়াল থেকে দুইদিন আগে ৪টি গরু চুরি হয়। এরপর গ্রামবাসী রাতে এলাকায় পাহারা দিত। এরই মধ্যে শুক্রবার ভোর রাতে একটি পিকআপ নিয়ে ৬/৭ জনের একটি দল আব্দুল মান্নান ও রাতুলের গোয়ালঘর থেকে গরু চুরি করতে গেলে গ্রামবাসী ধাওয়া করে।

গ্রামবাসীর ধাওয়ায় পিকআপটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ অবস্থায় চারজনকে গনপিটুনি দিলে একজন মারা যায়। খবর পেয়ে শুক্রবার সকালে মোড়েলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে পুলিশ। আহতদের পুলিশ হেফাজত হাসপাতালে ভর্তি করে এবং নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাপাতাল মর্গে প্রেরণ করে।

বিজ্ঞাপন

বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক মো: আলাউদ্দিন গাজী বলেন, ‘মোড়েলগঞ্জের বন গ্রাম বলভদ্রপুর গ্রামে গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে চারজন ধরা পড়ে। এ সময় গনপিটুনিতে একজন নিহত হয়েছে।ঘটনাস্থল থানা পুলিশ যায় এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।’

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD