মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভায়াগ্রা উদ্ধার ও তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বিজ্ঞাপন
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ৫৮ বিজিবির উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/৩-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার সন্তোষপুর গ্রামের কবরস্থানের পাশে মাদক বিরোধী অভিযান চালানো হয়।
নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিপক্ষ ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা থেকে আসা চোরাচালানকারীদের ফেলে যাওয়া ৬০০ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
অন্যদিকে, সোমবার দুপুর ২টা ২০ মিনিটে ৫৮ বিজিবির কুমিল্লাপাড়া বিওপির টহল দল নায়েক মো. আহম্মেদ আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ৬০/৭২-আর সংলগ্ন ঝিনাইদহের হাজামপাড়া গ্রামের আমবাগানে অভিযান চালায়।
এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করাকালে দুজন পুরুষ ও একজন নারীসহ তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন








