হাতুড়ি দিয়ে পিটিয়ে বিএনপি নেতাকে হত্যা

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বিজ্ঞাপন
সোমবার (২৭ অক্টোবর) রাতে এ হামলার ঘটনা ঘটে, আর মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি মাসুদ রানা শেখের সঙ্গে প্রতিপক্ষ গোষ্ঠীর বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার রাতে বাবরা-হাচলা ইউনিয়নের নিজ এলাকায় তাকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলাকারীরা তাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালিয়া থানার ওসি মামুন বলেন, গতকাল রাতে মারামারির খবর পেয়েছিলাম। আজ সকালে মাসুদ রানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
স্থানীয়দের দাবি, এলাকায় বেশ কিছুদিন ধরে রাজনৈতিক আধিপত্য ও ব্যক্তিগত বিরোধের কারণে উত্তেজনা বিরাজ করছিল। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।








