ভৈরবে ট্রেনে হামলার ঘটনায় রেলওয়ে থানায় মামলা

কিশোরগঞ্জের ভৈরবকে দেশের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ ও ট্রেনে পাথর নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা। এতে ট্রেনের কয়েকটি বগির কাচ ভেঙে ক্ষতিগ্রস্ত হয় এবং আহত হন কয়েকজন যাত্রী।
বিজ্ঞাপন
এ ঘটনায় সোমবার (২৭ অক্টোবর) রাতে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ বাদী হয়ে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ আহম্মেদ জানান, ইতিমধ্যে এ মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে এ বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটে। সকাল থেকে বিক্ষোভকারীরা ট্রেন চলাচল বন্ধ করে রাখেন এবং সাড়ে ১০টার দিকে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে আটকে দেন।
আরও পড়ুন: শ্রীপুরে গভীর রাতে ঝুট গুদামে অগ্নিকাণ্ড
বিজ্ঞাপন
পরে সাড়ে ১১টার দিকে রেলওয়ে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অবরোধকারীদের ট্রেন চলাচল স্বাভাবিক করার আহ্বান জানান। কিন্তু সে সময় বিক্ষোভকারীদের একটি পক্ষ ট্রেনটির দিকে পাথর নিক্ষেপ করে। অবশেষে বেলা পৌনে ১২টার দিকে বিক্ষোভকারীরা রেলপথ অবরোধ তুলে নিলে উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।








