ধর্মপাশায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১০ পিস ইয়াবাসহ তরিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মাসুদ মিয়াকেও আটক করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তার তরিকুল ইসলাম ধর্মপাশা সদর ইউনিয়নের নলগড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে নলগড়া গ্রামের জহর মিয়ার বাড়ির সামনে ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক বলেন, তরিকুল ইসলামকে ১০ পিচ ইয়াবা টেবলেট সহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য দিকে ওয়ারেন্ট ভোক্ত পলাতক আসামি মাসুদ মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন








