গাজীপুরে সাংবাদিকদের ৩৯ দফা দাবিতে বিক্ষোভ

গাজীপুরে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) আয়োজন করেছে ৩৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলার সাংবাদিকরা অংশ নেন।
বিজ্ঞাপন
সমাবেশে সভাপতিত্ব করেন জেইউজি সভাপতি এইচ. এম. দেলোয়ার হোসেন, এবং সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন সাংবাদিক মাজহারুল ইসলাম মাসুম, নাসির আহমেদ, আমিনুল ইসলাম, শাহ শামসুল হক রিপন, আজিজুল হক, ফারদিন ফেরদৌস, রেজাউল বারী বাবুল, মাহমুদা সিকদার, মাজহারুল ইসলাম কাঞ্চন, আসাদুজ্জামান সাদ, বায়জিদ হোসেন, এফ. এম. কামাল হোসেন ও হাবিবুর রহমান।
আরও পড়ুন: ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ২০
বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহবায়ক আবিদ হোসেন বুলবুল (গাজীপুর প্রতিনিধি, দৈনিক সকালের সময়), যুগ্ম সদস্য সচিব নাশিদ আহমেদ তুষার (গাজীপুর প্রতিনিধি, দৈনিক জনবাণী) এবং সদস্য গোলাম রসূল দিনার (গাজীপুর প্রতিনিধি, দৈনিক আজকের বাংলা)।
বিজ্ঞাপন
সভাপতি দেলোয়ার হোসেন বলেন, “সরকার আসে, সরকার যায়—কিন্তু সাংবাদিকদের ভাগ্য পরিবর্তিত হয় না। দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হলেও সাংবাদিকদের ন্যূনতম বেতন ও সুবিধা নিশ্চিত করা হয় না। সাংবাদিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত না হলে গণমাধ্যম টিকে থাকতে পারবে না।”
তিনি অবিলম্বে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন—সব ধরনের গণমাধ্যমের জন্য একই ওয়েজ কাঠামো নিশ্চিত এবং সাংবাদিকদের জন্য পৃথক শ্রম আদালত স্থাপনের দাবি জানান। এছাড়া বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও অবসরকালীন সুবিধা নিশ্চিত এবং গণমাধ্যমবিরোধী সকল কালাকানুন বাতিলের ওপর জোর দেন।
বিজ্ঞাপন
সভাপতি আরও বলেন, “সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এই দাবির পক্ষে সকল গণমাধ্যম কর্মীকে একযোগে এগিয়ে আসতে হবে।”
বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত থেকে উত্থাপিত দাবিসমূহের প্রতি পূর্ণসংহতি প্রকাশ করেন।








