Logo

শেরপুরে মাদকবিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড

profile picture
উপজেলা প্রতিনিধি
বগুড়া
১ নভেম্বর, ২০২৫, ১৫:৪১
10Shares
শেরপুরে মাদকবিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড
ছবি: প্রতিনিধি

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বগুড়ার শেরপুরে পরিচালিত হয়েছে পুলিশের বিশেষ অভিযান। শনিবার (০১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার গোসাইবাড়ী কাচারীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে শেরপুর থানা পুলিশ।

বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ এস. এম. মইনুদ্দিন ও এসআই রকিব হোসেন। এ সময় থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে পুলিশ মিনাজ সরকার (৩৫) নামে এক মাদকসেবীকে আটক করে। তিনি ওই এলাকার লাল সরকারের ছেলে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনজুরুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামিকে দণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় মিনাজ সরকারকে ৫০ টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD