সারাদেশে সমবায় দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে উপজীব্য করে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১ নভেম্বর) উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে বেলা ১১টার দিকে উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে, পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমবায় অফিসের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার আব্দুল মান্নান হোসেন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমবায়ী ও পশু চিকিৎসক হাফিজুর রহমান, আব্দুল জাব্বার ও ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন’র শাখা ব্যবস্থাপক নাদিরা খাতুন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
উজিরপুর প্রতিনিধি: ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা রিয়াদ খান এবং সঞ্চালনা করেন সহকারী পরিদর্শক মাইনুল হোসেন খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ও বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নুর হোসেনসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
বিজ্ঞাপন
সভায় সমবায়ী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা তাতী সমিতির সহ-সভাপতি মো. সাহিন মিয়া ও দক্ষিণ কারফা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতির সহ-সভাপতি মনিকা রানী বৈদ্য।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সমবায় আন্দোলনই পারে গ্রামীণ জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করতে।
নোয়াখালী প্রতিনিধি: সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ স্লোগানকে সামনে রেখে নোয়াখালী কবির হাট উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে । পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কবির হাট উপজেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক নুরু মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা, এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা কবির হাট উপজেলা সমাজ সেবা অফিসার হাফিজুর রহমান, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা ,এই ছাড়া ও উপস্থিত ছিলেন সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক শহিদ সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য সহ প্রমূখ
বিজ্ঞাপন
বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা করা ও জনগণের মধ্যে ঐক্য ও সমতার চেতনা জাগ্রত করা সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়নে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন।আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়
নালিতাবাড়ী প্রতিনিধি :“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীত এর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন শেষে, একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা তেপান্তর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আলোচলা সভায় সহকারী সমবায় অফিসার সোহাগ এর সঞ্চালনায় উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ আমির হোসেন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান এমএ রায়হান সহ সমবায় সমিতির সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “সমবায় আন্দোলন হচ্ছে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি”। সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তারা। সভাপতির বক্তব্যে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
আটপাড়া প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৪তম সমবায় দিবস।
বিজ্ঞাপন
এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মমিন আলী মিঞা।
এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন সাইফুল, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক রকিব হোসেন সানজু এবং বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়ন, গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে সমবায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় সমবায় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
মনিরামপুরে জাতীয় সমবায় দিবস পালিত
মনিরামপুর প্রতিনিধিঃ “সাম্য ও সমবায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের মনিরামপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১নভেম্বর) সকাল ১১ ঘটিকায় মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
উপজেলা সমবায় অফিসার রনজিত কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাসুদুর রহমান, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. বদরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় শতাধিক সমবায়ী উপস্থিত ছিলেন।
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায় সংগঠনগুলোর যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
বিজ্ঞাপন
পরে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।
উপজেলা সমবায় কর্মকর্তা এস. এম. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাপাহার উপজেলা আম আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য আতিকুর রহমান বাপি, সৈয়দপুর মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি নুরুজ্জামানসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মূল দর্শনই হলো ঐক্য ও সহযোগিতা। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল করা সম্ভব।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সমবায় সদস্যরা উপস্থিত ছিলেন।
শার্শা উপজেলা প্রতিনিধিঃ ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। দিবসটি উদযাপনে শার্শা উপজেলায় সরকারী-বেসরকারী সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
চলতি বছর দিবসটির মূল প্রতিপাদ্য- ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ সমবায়ে উন্নয়ন। পতাকা উত্তলনের মাধ্যমে উদ্বোধন শেষে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শার্শা উপজেলা অডিটোরিয়ামে শার্শা উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, রিপোর্টার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতি আব্দুর রহিম, শার্শা থানার ওসি আব্দুল আলিম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, এসেম শাকির উদ্দিন, ব্যবসায়ী মতিউর রহমান, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান এ ছাড়া উপজেলা সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): “সম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস ২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সমবায় খাতের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সুশাসন, স্বচ্ছতা ও যৌথ উদ্যোগের মাধ্যমে সমবায় খাতকে আরও শক্তিশালী করা গেলে স্থানীয় অর্থনীতি হবে গতিশীল এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। তারা আরও বলেন, দেশের সার্বিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অনস্বীকার্য—এ কারণে সমবায় ব্যবস্থাকে এগিয়ে নিতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ ধামরাইয়ের উদ্যোগে এই র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা লিপিকা রানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা নিজেদের উন্নতির পাশাপাশি সমাজের পরিবর্তনেও অবদান রাখতে পারেন। সরকারি খাসজমি সমবায়ের মাধ্যমে লিজ দেওয়া গেলে বহু মানুষ উপকৃত হবেন।”
তিনি আরও বলেন, “সমবায় সমিতি হলো স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতীক। বৈষম্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়নে এর ভূমিকা অপরিসীম।”
বিউটি আক্তার নামে এক নারী সমবায় কর্মী বলেন,“দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। অর্থাৎ একার পক্ষে যা সম্ভব নয়, তা একসঙ্গে সম্ভব। তাই নারীদেরও সমবায়ের সঙ্গে যুক্ত হতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুল ইসলাম, সাবেক সমবায় কর্মকর্তা খোদেজা আক্তার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার।
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজুল আমিন এবং পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরগাঁও ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবদুল করিম বেপারী, বিআরডিবির চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, এবং সমবায়ী নেতৃবৃন্দ মোফাজ্জল হোসেন খান, নূরুল আমীন সিকদার, নজরুল ইসলাম ও নাসিমা আক্তার।
সভায় বক্তারা বলেন, সমবায় হলো অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি। একতা, সহযোগিতা ও অংশগ্রহণের মধ্য দিয়েই সমবায়ের আদর্শ বাস্তবায়ন সম্ভব।
সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজুল আমিন বলেন,“সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় মিলিতভাবে সবাইকে নতুন বাংলাদেশ গড়তে হবে।”
মান্দা (নওগাঁ) প্রতিনিধি : “সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তর এবং ¯’ানীয় সমবায়ী বৃন্দের আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা চত্বরে একটি র ্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) সেলিনা বেগম, উপজেলা সমবায় অফিসার (অবসরপ্রাপ্ত) আব্দুল হাকিম, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম, উজ্জ্বল কুমার কবিরাজ, নওগাঁ মাল্টিপারপা¯ কো-অপারেটিভ এর ম্যানেজার বেদারুল ইসলাম, জোতবাজার বণিক সমবায় সমিতির সভাপতি মোজাহারুল ইসলাম বাদশা, জোতবাজার ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আনসার আলী,সতিহাট কৃষি সমবায় সমিতর সাধারণ সম্পাদক আকরাম হোসেন প্রমূখ।
অনুষ্ঠান শেষে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে জোতবাজার বণিক সমিতি ও উপজেলা পর্যায়ে জোতবাজার ক্ষুদ্র সমবায় সমিতি কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: ‘সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়’’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুর সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মো. হাবিবুল্যাহ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোহছেন উদ্দিন। অন্যানদের মধ্যে ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান, সরিষাবাড়ী থানার দায়িত্বরত এসআই সুব্রত, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শহীদুল্লাহ সহ সমবায় অফিসের সকল কর্মচারীবৃন্দরা এবং উপজেলার সকল সমবায় সমিতির সদস্যগণ এই সভায় উপস্থিত ছিলেন। পরে আলোচনা শেষে বিভিন্ন সমিতিকে কার্যক্রমের উপর পুরস্কার তুলে দেওয়া হয়।
বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধি: সমবায় সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশের অন্যান্য উপজেলার মতো নেত্রকোনার বারহাট্টায় আলোচনা সভার মধ্যে দিয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা ভারপ্রাপ্ত পান্না আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মহিবুর রহমান রতন,বারহাট্টা প্রেসক্লাবের সদস্য শিক্ষক সমবায় শাহজাহান কবীর,বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক সহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সমবায়ের মূলনীতিগুলো হলো একতা, সাম্য, পারস্পরিক সহযোগিতা, আস্থা ও বিশ্বাস। এছাড়া গণতন্ত্র, সমতা, ন্যায়বিচার, সংহতি, সততা, উন্মুক্ততা, সামাজিক দায়িত্ব এবং অন্যদের প্রতি যত্ন নীতিমালা সমবায়ে রয়েছে।
এই নীতিগুলোর উপর ভিত্তি করে সদস্যরা সম্মিলিতভাবে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে। মানুষকে স্বাবলম্বী করে একে অন্যর প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে।
আগামীতে সমবায়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বাব জানান তারা।
আলোচনা সভার শেষে অকাল মৃত্যুবরণ করা সমবায় সদস্য ফিরোজ মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ,(রংপুর) প্রতিনিধি ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রংপুরের পীরগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যলয় এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তানভীর আহম্মেদ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল কবির,সাংবাদিক সুলতান আহম্মেদ সোনা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইয়াতিমুল হাসান লিটনসহ আরো অনেকে।
রাণীনগর( নওগাঁ) প্রতিনিধি: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর রাণীনগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির প্রথমেই উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য সমবায় র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান স্থান পদক্ষিণ শেষে সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
এছাড়াও সহকারি কমিশনার (ভ’মি) নাবিলা ইয়াসমিন, পরিসংখ্যান কর্মকর্তা তুষার আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো. রায়হান, উপজেলার বিভিন্ন সমবায়ীবৃন্দ, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সরকারকে সর্বোচ্চ রাজস্ব প্রদান করায় উপজেলার পাঁচটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা সদরে শোভাযাত্রা শেষে উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফজলে রাব্বী।
সরকারি কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন একরামুল হেসেন, সৈকত মল্লিক, ঈমান উদ্দীন, অনাথবন্ধু বিশ্বাস, হাসিবুর রহমান, জয়ন্ত কুমার ঘোষ, পাইকগাছা প্রেসক্লাব সহ-সভাপতি আ. আজিজ, সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দিন আহম্মেদ,রিপোটার্স ইউনিটের সম্পাদক আসাদুল ইসলাম, বিভিন্ন সমবায় সমিতি’র সভাপতি সম্পাদকদের মধ্যে চিত্তরঞ্জন রায়, দিলীপ বিশ্বাস, সমবায় বিভাগের আমিন হোসেন, দীপন জোয়াদ্দার, হিমাদ্রী ঢালী, মিনারুল ইসলাম ও শেখ আরিজুর রহমান।
ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১ নভেম্বর শনিবার ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা সমবায় অফিস।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর একটি রঙিন র্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার বিধু ভূষণ রায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক জাকারিয়া মিঞা সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার এসআই জাহাঙ্গীর আলম সরকার, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, শিমুলবাড়ী সিক্স স্টার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মমিনুর রহমান, এবং সিভিডিবি প্রকল্পের বড়ভিটা গ্রামকর্মী আব্দুল কাইয়ুম।
এসময় ২০২৪-২৫ অর্থবছরে ফুলবাড়ী উপজেলায় সর্বোচ্চ সরকারি রাজস্ব ও সিডিএফ প্রদানকারী তিনটি সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার পায় গংগারহাট সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি, শিমুলবাড়ী সিক্স স্টার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এবং তালুক শিমুলবাড়ী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শনিবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।
উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর।
অনুষ্ঠানে বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও সামাজিক উন্নয়নে জনগণের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন- সমবায় আন্দোলনের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী স্বাবলম্বী হতে পারে, যা জাতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে সফল সমবায়ী প্রতিষ্ঠান হিসেবে উপজেলার ৫টি প্রতিষ্ঠান ও একজন শ্রেষ্ঠ সবমায়ীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাঁচটি শ্রেষ্ঠ সমবায় সমিতি হলো- উপজেলা সদরের মেঘনির সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, চান্দিনা অগ্রনী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, চান্দিনা পশ্চিম ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি, মাধাইয়া প্রাইম শ্রমজীবী সমবায় সমিতি ও ধেরেরা জনসেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি। এছাড়া শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন রিশা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: এর সভাপতি সজিব ঘোষ।
দিগন্ত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় সমবায়ীদের মধ্যে বক্তৃতা করেন দিয়া বহুমুখী সমবায় সমিতি লি: এর সম্পাদক নাছরিন আক্তার, ধেরেরা সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লি: এর সভাপতি মাও. মফিজুল ইসলাম, অম্বরপুর শাপলা শ্রমজীবী সমবায় সমিতি লি: এর সভাপতি ফারুক হোসেন, চান্দিনা অগ্রনী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: এর সভাপতি পারভেজ রানা প্রমুখ।
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (০১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সাম্য ও সমতায়, দেশ সমবায়” প্রতিপাদ্যে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার শামীমা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।
এসময় জোকা দারিদ্র্য নিরোধ সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি শিশির কুমার শিকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস আরা পারভীন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা হুমায়রা সুলতানা, বিশিষ্ট সমবায়ি সংগঠক এস এম সাইফুজ্জামান, শ্রীপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব্) এর চেয়ারম্যান খন্দকার আবু নঈম, নবদিগন্ত সমবায় সমিতির সম্পাদক মোঃ শফিকুজ্জামান রিপন, মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সম্পাদক দ্বীপান্বীতা মোহনা প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সমবায় সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি : “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে পালিত হয়েছে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫।
শনিবার (১নভেম্বর) সকাল ১০টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মূল ফটক থেকে এক বর্ণাঢ্য র্যালি নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলামের সঞ্চালনায বক্তব্য রাখেন, সমবায়ীদের মধ্য থেকে দুমকি উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মচারী সমবায় সমিতির সভাপতি সৈয়দ মুহ. ইখতিয়ার উদ্দিন, রাজাখালী খানবাড়ী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মো. কামরুল ইসলাম, রাজাখালী একতা বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মান্দা (নওগাঁ) প্রতিনিধি : “সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তর এবং ¯’ানীয় সমবায়ী বৃন্দের আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা চত্বরে একটি র ্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) সেলিনা বেগম, উপজেলা সমবায় অফিসার (অবসরপ্রাপ্ত) আব্দুল হাকিম, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম, উজ্জ্বল কুমার কবিরাজ, নওগাঁ মাল্টিপারপা¯ কো-অপারেটিভ এর ম্যানেজার বেদারুল ইসলাম, জোতবাজার বণিক সমবায় সমিতির সভাপতি মোজাহারুল ইসলাম বাদশা, জোতবাজার ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আনসার আলী,সতিহাট কৃষি সমবায় সমিতর সাধারণ সম্পাদক আকরাম হোসেন প্রমূখ।
চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়, এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও জাতীয় সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সমবয়ীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন, সমবায় র্যালী ও আলোচনাসভা করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার অহিদুর রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা জেবিন, বনকর্মকর্তা ফেরদৌস খান, বি আর ডিপি কর্মকর্তা অলিয়ার রহমান সহ প্রমুখ।
উপজেলা প্রগতি সার্বিক গ্রামীণ উন্নয়ন সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার অহিদুর রহমান, এ ছাড়াও বক্তৃতা করেন, আলোর সন্ধান নারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি নাসিমা খাতুন, প্রন্তিক সার্বিক গ্রামীণ উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ফারুক হোসেন, সিমান্ত বহুমুখি সমবায় সমিতির সভাপতি মাও আব্দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছা সাংবাদিক এম এ মান্নান, উপজেলা ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার সুবিধাভোগী নারী ও পুরুষ সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন সমবায় সমিতির মাধ্যমে বাল্য বিবাহ সহ সমাজের অনেককিছু পরিবর্তন করা সম্ভব, সময়ের এক ফোঁড়, অ-সময়ের ১০ ফোঁড়। উপজেলা সমবায় কর্মকর্তা অহিদুর রহমান বলেন প্রতি বছরের ন্যায় জাতীয় দিবসটি আমরা পালন করতে পেরেছি। এবারের শ্লোগান “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’’।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সহকারি পরির্দশক মোঃ মফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, সহকারি পরিদর্শক মোঃ মোসলেম উদ্দিন।
বোদা পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চপরের বোদা উপজেলায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (০১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ুসাম্য ও সমতায়, দেশ সমবায়” প্রতিপাদ্যে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার এ কে এম জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম এ সময় উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব্) এর চেয়ারম্যান হকিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বোদা রিপোর্টার্স ক্লাব এর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু ও সমবায় সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য সমবায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের নিয়ে শনিবার (১ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালীর পূর্বে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।
এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হক চৌধুরী, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, সাংবাদিক সামিউল আলম। এছাড়াও উপজেলার কয়েকটি সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক আলোচনা সভায় বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্যে সমবায় কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম জানান, বিরামপুর উপজেলায় বর্তমানে প্রায় ৯০টি নিবন্ধিত সমবায় সমিতি কার্যক্রম পরিচালনা করছে। তিনি সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও সামাজিক সাম্যের বিকাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন বলেন, সমবায় সমিতির কার্যক্রম পরিচালনার সমিতির সভাপতি ও সম্পাদক সহ ব্যবস্থাপনা কমিটিকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। পাশাপাশি সমিতির সদস্যদের সমিতির প্রতি আস্থা অর্জন করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। সমবায় সমিতি গুলোকে সমবায় আইন ও নীতিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করার জন্য সমিতির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আামিনুল ইসলামের নেতৃত্ব রেলি বের হয়।
উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন, বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম। সমবায় অধিদপ্তর অফিস মো. ইকবাল হোসেন পরিচালনায় সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় প্রতিপাদ্য নিয়ে সভায় বক্তব্য রাখেন, উপজেলা ইউসিসি চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম। সমবায় ক্রেডিট ইউনিয়ন প্রতিনিধি মো: করিম প্যাদা,মো. মহি উদ্দিন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার ফেরদৌস মো: হানিফ।
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। সমবায় অফিসের সহকারী পরিদর্শক রমেন্দ্র বাছাড় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, পল্লি উন্নয়ন কর্মকর্তা নারায়ণ কুমার সরকার প্রমুখ। এসময় সরকারি কর্মকর্তা, সমবায়ী সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সমবায়ী হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ৭ জনকে পুরস্কার প্রদান করা হয়।
দাকোপ (খুলনা) প্রতিনিধিঃ খুলনায় শনিবার (১ নভেম্বর) পতাকা উত্তোলন, সমাবেশ, সমবায় শোভাযাত্রা, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’।
দিবসটি উপলক্ষে সকালেই জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ শাহ। তিনি বলেন, সমবায় মানে সকলে মিলে কাজ করা। এটি দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা, নারীর উন্নয়ন ও গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে।
জেলা সমবায় অফিসার সৈয়দ জসীম উদ্দিন স্বাগত বক্তৃতায় জানান, খুলনায় বর্তমানে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা প্রাথমিক ১৯৬৭ ও কেন্দ্রীয় ২৬টি। এবছর বিভিন্ন সমবায় ও উন্নয়ন তহবিল থেকে লাখ লাখ টাকার ঋণ বিতরণ ও আদায় করা হয়েছে।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমবায় দপ্তরের যুগ্মনিবন্ধক মো. নূরুন্নবী। খুলনা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদা পারভীন, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হোসেন এবং সমবায়ী বিষ্ণুপদ রায় ও মো. মারুফ বিল্লাহ বক্তব্য রাখেন।
শহিদ হাদিস পার্ক থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে শেষ হয়। অনুষ্ঠানে খুলনা বিভাগের ৬ জেলার চারটি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও দুই সমবায়ীর মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে অনুষ্ঠিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস।
দিবসটি উপলক্ষে শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এক র্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয় ।
র্যালী শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন। পরে শহীদ হাফিজার রহমান হল রুমে এক আলোচনা সভা উপজেলা সমবায় কর্মকর্তা ফাতেমা তুজ-জহুরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, সহকারী কর্মকর্তা শাহ আপেল মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, হিসার রক্ষন কর্মকর্তা রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে সমবায়দের মাঝে প্রধান অতিথি ক্রেস্ট প্রদান করেন।
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর এর আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি তার বক্তব্যে বলেন, সমবায় জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। আমাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সমবায় সমিতিগুলোর ভূমিকা অপরিসীম। তিনি সমবায় আন্দোলনের সাথে যুক্ত সকল সদস্যদের প্রতি সম্মান জানান এবং তাদের সাফল্যের প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, থানা অফিসার ইনচার্জ মো. ফজলুল হক।
সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক আহমেদ। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলী, পাট উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সফল সমবায়ী আব্দুল হামিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও সমবায়ী নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগী সমবায়ীদের চেক বিতরন করা হয়।
বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধি: ’সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাহুবলে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার( ১ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ও উপজেলা জামায়াতের আমীর ডাক্তার সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহেল মারুফ ফারুকী, উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমান, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত) ইসমাইল তালুকদার, টিপু সুলতান জাহাঙ্গীর, হাফেজ বজলুর রহমান, তোফায়েল আহমদ, সুজন মিয়া প্রমুখ।
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।। “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামপালে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করা হয়।
সমবায় কর্মকর্তা এস, এম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী।
বিশেষ অথিতির বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্ত মো. শাহিনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, লায়লা সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, সমবায় হচ্ছে গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করে তুললে দেশের সাম্য, উন্নয়ন ও টেকসই অগ্রগতি সম্ভব।
গৌরীপুর উপজেলা প্রতিনিধি: দেশের অন্যান্য স্থানের মতো ময়মনসিংহের গৌরীপুর উপজেলাতেও উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে ১ নভেম্বর শনিবার সকাল ১১ টায় স্থানীয় সমবায় অফিসের উদ্যোগে আলোচনা সভা, র্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়।”
উপজেলার সরকারিভাবে নিবন্ধিত বিভিন্ন সমবায় সংগঠনের মধ্যে কর্মদক্ষতা, সেবা, স্বচ্ছতা ও কার্যক্রমের মান যাচাই করে কয়েকটি সমিতিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে “সচ্ছতা ও দক্ষতার সহিত সেবা মূলক কার্যক্রম” পরিচালনার জন্য গৌরীপুর উপজেলা ভূমি জরিপকারী (আমিন) সমিতি-কে শ্রেষ্ঠ সমিতি হিসেবে মনোনীত করা হয়।
স্থানীয় পাবলিক হলে আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা সমবায় কর্মকর্তা। প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন সমিতির নেতৃবৃন্দ।
বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরে বলেন, স্বচ্ছতা, পরিশ্রম ও সম্মিলিত উদ্যোগই দেশের সার্বিক উন্নয়নে সমবায় ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে।
পুরস্কারপ্রাপ্ত সমিতির নেতৃবৃন্দ জানান, এই স্বীকৃতি ভবিষ্যতে কাজের গতি বাড়াবে এবং সাধারণ মানুষের সেবায় আরও আন্তরিক হওয়ার প্রেরণা যোগাবে।
দিনব্যাপী আয়োজন ও পুরস্কার বিতরণের মাধ্যমে সমবায় দিবসের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।








