Logo

আমার দেশ প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১ নভেম্বর, ২০২৫, ১৯:১৮
73Shares
আমার দেশ প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে সমাবেশ
ছবি প্রতিনিধি।

আমার দেশ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক এম ইদ্রিস আলীর ওপর পরিকল্পিত প্রাণনাশের উদ্দেশ্যে বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) দুপুরে ভুনবীর ইউনিয়নের চৌমুহনী চত্বরে স্থানীয় জনতা, সাংবাদিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের জের ধরেই এই ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটানো হয়েছে। তারা এই হামলাকে ‘স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত’ বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটের সময় সাংবাদিক ইদ্রিস আলী তার স্ত্রীকে নিয়ে স্ত্রীর নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় বহিরাগত একদল সন্ত্রাসী তার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তার উপর নৃশংস হামলা চালায়।

হামলাকারীরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং মিথ্যা অপবাদ দিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এই বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

মানবজমিন শ্রীমঙ্গল প্রতিনিধি জামাল,আমার দেশ শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েল, ভোরের দর্পণ জেলা প্রতিনিধি জাফর আহমেদ, বিএনপি নেতা শামীম আহমেদ, জয়নাল আবেদিন টেনু, আব্দুর রহমান।

বিজ্ঞাপন

বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘সাংবাদিক এম ইদ্রিস আলীর নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণেই তার উপর এই হামলা হয়েছে। এটি কেবল একজন সাংবাদিকের উপর আক্রমণ নয়, বরং সত্য প্রকাশের কণ্ঠরোধের অপচেষ্টা।’

বিএনপি নেতা শামীম আহমেদ বলেন, ‘আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

অন্য বক্তারাও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

বিজ্ঞাপন

আহত সাংবাদিক ইদ্রিস আলীর সুচিকিৎসা ও তার পরিবারের নিরাপত্তা প্রদান। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ন। কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়।

সমাবেশে বক্তারা বেলেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে স্থানীয় জনতা ও সাংবাদিক সমাজ আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।

বিজ্ঞাপন

প্রতিবাদকারীরা বলেন, ‘আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। সাংবাদিক ইদ্রিস আলীর উপর হামলা মানে গণমাধ্যমের উপর হামলা— আমরা কোনোভাবেই তা মেনে নেব না।’

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD