Logo

জীবননগরে রাতে কৃষকের ৩ শতাধিক পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

profile picture
উপজেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
২ নভেম্বর, ২০২৫, ১৫:৫৮
28Shares
জীবননগরে রাতে কৃষকের ৩ শতাধিক পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বশত্রুতার জের ধরে শনিবার দিবাগত রাতে উপজেলার হরিহরনগর মাঠে এক কৃষকের তিন শতাধিক ফলন্ত পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, হরিহরনগর গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে জালাল উদ্দিন (৪৮) দুই বছর আগে নিজের ২৫ কাঠা জমিতে পেয়ারা চারা রোপণ করেন। বর্তমানে প্রতিটি গাছে প্রচুর ফল ধরেছিল। কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে বিক্রি শুরু করার পরিকল্পনা ছিল তার। কিন্তু রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা পুরো বাগানের গাছ কেটে রেখে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক জালাল উদ্দিন বলেন, ‘প্রায় তিন লাখ টাকা খরচ করে আমি এই পেয়ারা বাগানটি গড়েছিলাম। সন্তানের মতো লালন করেছি গাছগুলোকে। এবছর ফল ভালো হওয়ায় কিছুটা লাভের আশা করেছিলাম। কিন্তু সকালে এসে দেখি সব গাছ কেটে ফেলা হয়েছে। আমি গরিব মানুষ—এই বাগানই ছিল আমার একমাত্র ভরসা।’

বিজ্ঞাপন

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন,অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে তদন্তে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD