Logo

খুলনা-২ আসনে বিএনপি’র চূড়ান্ত প্রার্থীকে তারেক রহমানের ফোন

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
৩ নভেম্বর, ২০২৫, ১৩:০৯
7Shares
খুলনা-২ আসনে বিএনপি’র চূড়ান্ত প্রার্থীকে তারেক রহমানের ফোন
ছবি: প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফোন পেয়ে খুলনা-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি শুরু করার ঘোষণা দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

বিজ্ঞাপন

রবিবার বিকেল সোয়া ৫টার দিকে তারেক রহমান সরাসরি ফোনে তার সঙ্গে কথা বলেন। এ সময় তিনি দলীয় ঐক্য বজায় রেখে পক্ষ-বিপক্ষ ভুলে সবাইকে নিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করার নির্দেশ দেন বলে দৈনিক জনবানী কে জানান নজরুল ইসলাম মঞ্জু।

এরপর সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে পরপর দুটি পোস্ট দেন তিনি। প্রথম পোস্টে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে কাজ শুরু করার কথা উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তিনি লেখেন, মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দ্রুত সবাইকে নিয়ে কাজ শুরু করার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনার জন্য তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

পরবর্তী পোস্টে নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রকাশ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়ে বলেন, দলীয় মনোনয়ন প্রাপ্তি নিয়ে উল্লাস, আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ করা যাবে না। কাউকে খাটো করা বা বিদ্বেষ ছড়ানো থেকেও বিরত থাকতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে চলবো আমরা সবাই।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের সঙ্গে ওই ফোনালাপে বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের আরও দুজন নেতা অবগত ছিলেন।

বিজ্ঞাপন

বর্তমানে নজরুল ইসলাম মঞ্জু চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে খুলনায় নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। গত ২৭ অক্টোবর তিনি ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মতবিনিময় সভায় অংশ নেন এবং সেদিন রাতেই খুলনায় ফেরেন। পরদিন থেকেই তিনি জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD