Logo

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১

profile picture
উপজেলা প্রতিনিধি
খুলনা
৩ নভেম্বর, ২০২৫, ১১:২০
10Shares
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১
ছবি: প্রতিনিধি

খুলনায় বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার (২ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেটসংলগ্ন কার্যালয়টি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে ইমদাদুল হক (৫৫) নামে একজন শিক্ষক নিহত হন এবং বিএনপির স্থানীয় দুই নেতা আহত হন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুইটি বোমা নিক্ষেপ ও চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইউসেপ বাংলাদেশের সাবেক শিক্ষক ইমদাদুল হক এবং মামুন শেখ। পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ইমদাদুল হক পথেই মারা যান।

নিহত ইমদাদুল হক এশার নামাজ পড়ে অফিসে ওয়াজ মাহফিলের চাঁদা সংগ্রহের উদ্দেশ্যে গিয়েছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) মো. শফিকুল ইসলাম জানান, গুলি ও বোমা হামলায় তিনজন আহত হয়েছেন, যার একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। হামলাকারীদের শনাক্তের জন্য তদন্ত চলছে।

খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, ‘দলীয় সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD