Logo

মেধা অন্বেষণ প্রতিযোগিতার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৬ নভেম্বর, ২০২৫, ১৮:৩১
35Shares
মেধা অন্বেষণ প্রতিযোগিতার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক
জেলা প্রশাসক মুফিদুল আলম। ছবি: প্রতিনিধি

শিক্ষার মানোন্নয়নে ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও ৯টি ক্লাস্টারের ১০টি কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মেধা অন্বেষণ প্রতিযোগিতার চূড়ান্ত ধাপের পরীক্ষা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় একযোগে শুরু হওয়া এই প্রতিযোগিতার পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও পরিচালনা কার্যক্রম ঘুরে দেখেন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউছুফ খান, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাদ্দাম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, ট্যাগ অফিসার ভেটেরিনারি সার্জন, ও পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিভা চক্রবর্তী প্রমুখ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন,আজকের এই আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতা যাচাইয়ের সুযোগ পেয়েছে, যা ভবিষ্যতে তাদের আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে।

বিজ্ঞাপন

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স বলেন,মেধা প্রতিযোগিতা শিক্ষার্থীর জীবনে অনেক সুফল বয়ে আনে। এটি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, অধ্যবসায়, মনোযোগ এবং প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে, যা তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখতে এবং তা অর্জনে অনুপ্রাণিত করে।

জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, শিক্ষার প্রাথমিক স্তর থেকেই দেশের ব্যতিক্রমী প্রতিভাধর ও সৃজনশীল শিক্ষার্থীদের শনাক্ত করে তাদের জাতীয় মেধা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে বিদেশে উচ্চশিক্ষার জন্য সুপারিশ করাই মেধা অন্বেষণ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। বিজয়ীদের বিশেষ মেধাভিত্তিক বৃত্তি প্রদানের মাধ্যমে তাদের উৎসাহিত করা হবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD