Logo

পদ্মফুল তুলতে গিয়ে ৪ স্কুলছাত্রী নিহত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৫, ১৯:৪৮
21Shares
পদ্মফুল তুলতে গিয়ে ৪ স্কুলছাত্রী নিহত
ছবি: সংগৃহীত

মেহেরপুরের সদর উপজেলার রাজনগর গ্রামে পদ্মফুল তুলতে গিয়ে চার স্কুলছাত্রী পানিতে ডুবে মারা গেছেন।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) দুপুরে মশুরিভাজা বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো আবদুল সামাদের দুই কন্যা আফিয়া খাতুন (১২) ও ফাতেমা খাতুন (১৪), সামাদের বড় ভাই সাহারুল ইসলামের মেয়ে আলিয়া খাতুন (১২) এবং সামাদের চাচাতো ভাই ইছহাক আলীর মেয়ে মিম আক্তার (১২)। তারা সবাই স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে জানা যায়, রবিবার দুপুরে চার শিশুটি মশুরিভাজা বিলে পদ্মফুল তুলতে যায়। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিলের আশেপাশে খুঁজতে গিয়ে পানিতে ভাসতে দেখে মিম আক্তারকে। পরে স্থানীয় লোকজন এসে বিলের পানিতে তলিয়ে যাওয়া আফিয়া ও ফাতেমাকে উদ্ধার করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা আলিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। চার শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

জেবি/এমএল/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD