Logo

এনসিপি নেতার বাড়ির দরজার সামনে আগুন দিল দুর্বৃত্তরা

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
১০ নভেম্বর, ২০২৫, ১৪:১০
34Shares
এনসিপি নেতার বাড়ির দরজার সামনে আগুন দিল দুর্বৃত্তরা
ছবি: প্রতিনিধি

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগের বাড়ির প্রধান দরজায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার গজিনপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজনৈতিক বিরোধের জেরে এ অগ্নিসংযোগ ঘটানো হয়েছে বলে দাবি করেছেন প্রীতম সোহাগ।

প্রীতম সোহাগ জানান, রাত আনুমানিক ১২টার দিকে কে বা কারা তার বাড়ির গেটের সামনে আগুন লাগিয়ে যায়। এতে ফটকের পাশে রাখা তার স্ত্রীর স্যান্ডেল, পাপোস ও বৈদ্যুতিক কার্ড মিটার পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, আগুন কিছুক্ষণের মধ্যেই নিভে যায়।

সোমবার সকালে পাশের বাড়ির লোকজন বিষয়টি তাকে জানালে তিনি বাইরে এসে ঘটনাটি দেখতে পান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রাতে আমি ও আমার স্ত্রী বাড়ি ফিরে গেট বন্ধ করে ঘুমিয়ে পড়ি। সকালে জানতে পারি, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে একটি গ্যাস লাইটার পাওয়া গেছে। আমার চাচাতো ভাই রাত সাড়ে ১২টার দিকে দেখেছেন, একটি মোটরসাইকেলে তিনজন আমার বাড়ির দিক থেকে বের হয়ে যাচ্ছে। ধারণা করছি, তারাই এ ঘটনার সঙ্গে জড়িত।’

রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রীতম সোহাগ বলেন, ‘আমার বিরোধীরা রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে এখন আতঙ্ক সৃষ্টি করতে এমন ন্যক্কারজনক কাজ করছে। আমি আন্দোলনের রাজনীতিতে ভয় পাই না। যারা এ কাজ করেছে, তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

বিজ্ঞাপন

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহনেওয়াজ বলেন, এনসিপি নেতার বাড়ির গেইটে আগুন লাগানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD