Logo

টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, আহত ৩

profile picture
উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইল
১০ নভেম্বর, ২০২৫, ১৬:০৭
14Shares
টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, আহত ৩
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাচন অফিসে সোমবার (১০ নভেম্বর) সকালে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ডেটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেন ও স্ক্যানিং অপারেটর সুমন আহত হন।

বিজ্ঞাপন

অফিস সূত্রে জানা যায়, সকালে হঠাৎ ৩০-৪০ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অফিসে প্রবেশ করে প্রথমে নির্বাচন কর্মকর্তার ওপর চড়াও হন। পরে অন্য দুই কর্মীকেও মারধর করা হয়। এ সময় অফিসের আসবাবপত্র ভাঙচুর এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে ফেলা হয়।

সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু রায়হান বলেন, ‘সম্প্রতি কিছু দালালচক্রের সুবিধা দিতে না পারায় তারা ক্ষুব্ধ ছিল। এ কারণেই হামলা হতে পারে।’

বিজ্ঞাপন

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং সরকারি অফিসে হামলা ও কর্মকর্তাদের আঘাতের অভিযোগে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি লিয়াকত বলেন, ‘নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে গেলে তিনি দুর্ব্যবহার করেন।’

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘“পরিদর্শনে দেখা গেছে সরকারি অফিসে ব্যাপক ভাঙচুর হয়েছে। অভিযোগ থাকলে লিখিতভাবে জানানোর সুযোগ ছিল।’

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD