গণভবন নিয়ে আপসের চেষ্টা করা হয়েছিল: স্নিগ্ধ

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, দেশের ১৭ বছর ধরে ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের অধীনে জনগণ ব্যাপকভাবে নিপীড়িত হয়েছে। বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। আন্দোলনের সময় আমরা কোনো আপস করিনি। গণভবন নিয়ে আপসের জন্য রাজনৈতিকভাবে চাপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বাধ্য হয়ে তখন দলের নেতাকর্মীদের আত্মগোপনে থাকতে হয়।
বিজ্ঞাপন
স্নিগ্ধ বলেন, বেগম জিয়া যেমন সন্তানের লাশ ধরে নীরবে দাঁড়িয়ে ছিলেন, আমার মাও তেমনই মুগ্ধর লাশ নিয়ে দাঁড়িয়ে ছিলেন।
সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
সভায় তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ জীবন দিয়েছে। এই হত্যার প্রতিশোধ নিতে এবং দেশের স্বাধীন ও গণতান্ত্রিক স্বপ্ন পূরণ করতে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করতে হবে।
স্নিগ্ধের মতে, দেশের উন্নয়ন ও শহীদদের স্বপ্ন পূরণের দায়িত্ব বর্তমান বিএনপি নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমানের কাঁধে।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। জিয়াউর রহমানের আদর্শ সকল বিএনপি নেতাকর্মীর মধ্যে লালিত ও ন্যস্ত করা উচিত। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতেই হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে চুরি
সভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সভাপতিত্ব করেন এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে কৌশলগতভাবে এগিয়ে যাওয়ার এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নের বার্তা দেওয়া হয়।








