Logo

বাগাতিপাড়ায় মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

profile picture
উপজেলা প্রতিনিধি
নাটোর
৫ নভেম্বর, ২০২৫, ১২:২২
13Shares
বাগাতিপাড়ায় মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
ছবি প্রতিনিধি।

নাটোরের বাগাতিপাড়ায় কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুকে মনোনয়ন না দিয়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন (পুতুল)-কে মনোনয়ন দেওয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে টিপুর সমর্থকরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর বাগাতিপাড়া উপজেলার লক্ষ্মণহাটী মোড় থেকে একটি মোটরসাইকেল র‌্যালি বের হয়ে মালঞ্চি বাজারে আসে। পরে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা জানান, আগামী শুক্রবারের মধ্যে ব্যারিস্টার ফারজানা শারমিনের মনোনয়ন বাতিল করে তাইফুল ইসলাম টিপুকে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে। অন্যথায় আগামী শনিবার থেকে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেন তারা।

বিজ্ঞাপন

পথসভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক দয়ারামপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী, সাবেক পৌর বিএনপির আহবায়ক ময়নুদ্দিন আলমগীর শামীম (শামীম সরকার) প্রমুখ।

নেতারা বলেন, তাইফুল ইসলাম টিপু একজন ত্যাগী ও পরিশ্রমী নেতা। তাকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও বিভাজন সৃষ্টি হবে। তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD