ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, বিপুল ক্ষয়ক্ষতি

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি স্বর্ণের দোকানসহ ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে, প্রায় সাড়ে ১২টার দিকে হঠাৎ বজ্রপাতের পর আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে, অগ্নিকাণ্ডে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
স্থানীয়রা জানান, গভীর রাতে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। হঠাৎ প্রবল শব্দে বজ্রপাতের পরপরই বাজারের একাংশে আগুন দেখা দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা পানির উৎস না থাকা সত্ত্বেও আগুন নেভাতে চেষ্টা চালান। খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট খবর পেয়ে রাত পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর তারা রাত পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিজ্ঞাপন
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন বলেন, বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে কাঁচা দোকান বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কাছাকাছি কোনো পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় ভারী বর্ষণ অব্যাহত থাকায় আগুনের তীব্রতা কিছুটা কমে যায়, নইলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো।
বিজ্ঞাপন
স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, আগুনে বিশেষ করে স্বর্ণের দোকান, মুদি দোকান, কাপড়ের দোকান ও হোটেলসহ মোট ২৩টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুন নেভার পর বাজারজুড়ে ছাই আর ধোঁয়া ছাড়া কিছুই অবশিষ্ট ছিল নেই।








