Logo

দেশে আর যেন স্বৈরাচার না আসে, এজন্য জুলাই সনদের পক্ষে ভোট দিন: সারজিস

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
৫ নভেম্বর, ২০২৫, ০১:০৬
8Shares
দেশে আর যেন স্বৈরাচার না আসে, এজন্য জুলাই সনদের পক্ষে ভোট দিন: সারজিস
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রায় ৩০ থেকে ৪০ বছর আগে দেশে একবার গণভোট হয়েছিল। আবারও গণভোটের সময় এসেছে। এবার আমাদের ঠিক করতে হবে যে নিয়মগুলো শেখ হাসিনাকে ধীরে ধীরে একজন স্বৈরাচারে পরিণত করেছে, সেগুলোর পরিবর্তন প্রয়োজন কি না।

বিজ্ঞাপন

এই জুলাই সনদই হলো সেই দলিল, যেখানে উল্লেখ আছে কোন পরিবর্তনগুলো আনলে জনগণ ও সরকারের ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি হবে, কোন পরিবর্তনগুলো আনলে আগামীতে আর কোনো সরকার স্বৈরাচারে রূপ নেবে না বলে জানান তিনি।

মঙ্গলবার (০৪ নভেম্বর) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এনসিপির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, আমরা যেই দলেরই হই না কেন, দেশের স্বার্থের ঊর্ধ্বে কোনো দল হতে পারে না। বাংলাদেশের ১৮ থেকে ২০ কোটি মানুষের অধিকারের চেয়ে কোনো দল বড় নয়। তাই গণভোটের দিন সবাই যেন জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিই।

তিনি অভিযোগ করে বলেন, যে নেতা বলবে ন্যায়ের পক্ষে ভোট দিন, বুঝে নেবেন, সে নিজস্ব স্বার্থের ধান্দায় আছে। এরা জনগণকে মানুষ হিসেবে গণ্যই করে না, শুধু লুটপাটের সুযোগ খোঁজে। শ্রমিকের ঘাম, সাধারণ মানুষের টাকার ওপরই চলে এদের রাজনীতি।

হাসিনা সরকারের দুর্নীতি প্রসঙ্গে সারজিস বলেন, শেখ হাসিনার মন্ত্রীরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। সাবেক ভূমিমন্ত্রীরই কানাডায় ৩৬০টি বাড়ি আছে। জনগণের টাকায় এভাবে লুটপাট চলছে। আর যারা সরকারের সমালোচনা করে, তাদের অনেককে গুম বা হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, একজন প্রাক্তন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি জানিয়েছেন, গোয়েন্দা সংস্থা আয়না ঘরের একজন কর্মকর্তা একাই এক হাজার ৩০ জন মানুষকে হত্যা করেছে শুধু শেখ হাসিনার অপছন্দের কারণে।

সভায় তেঁতুলিয়া উপজেলা এনসিপির নেতারা ছাড়াও স্থানীয় দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD