চকরিয়ায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন।
বিজ্ঞাপন
বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, দুর্ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
স্থানীয়রা জানান, সংঘর্ষের পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা পৌঁছে লাশ ও আহতদের উদ্ধার করে সড়কটি চলাচলের উপযোগী করে তোলে।








