Logo

ছাত্রীর মাথা ফাটালেন প্রধান শিক্ষক!

profile picture
উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জ
১১ নভেম্বর, ২০২৫, ১৫:৫৩
37Shares
ছাত্রীর মাথা ফাটালেন প্রধান শিক্ষক!
ছবি প্রতিনিধি।

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রধান শিক্ষকের উপর্যুপরি প্রহারে এক স্কুলছাত্রীর মাথা ফেটে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। পরে আহত ছাত্রীর স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গত রবিবার বিকেল ৪ টার দিকে জগন্নাথপুর পৌরসভাধীন কেশবপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সাইদা বেগম (১৪) শ্রেণীকক্ষে কথা বলছিলেন। হঠাৎ শ্রেণীকক্ষে ডুকে প্রধান শিক্ষক ফরুক আহমদ (৫০) ডাস্টার দিয়ে ছাত্রীটির মাথা ও শরীরের বিভিন্ন অঙ্গে উপর্যুপরি আঘাত করেন। আঘাতের ফলে সাইদা বেগম(১৪) এর মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়। খবর পেয়ে স্বজনেরা স্কুল থেকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ।

আহত ছাত্রীর বাবা অটোরিক্সা চালক মুজিবুর রহমান বলেন, ‘আমার মেয়েকে সম্পূর্ণ বিনা কারণে প্রধান শিক্ষক পিটিয়ে গুরুতর আহত করেন। এতে আমার মেয়ের মাথার সামনের অংশ ফেটে রক্তক্ষরণ হয়। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়েছে।’

বিজ্ঞাপন

এ ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক ফয়জুর রহমান জোয়ারদার (পলাশ) বলেন, সেদিন আমি সিলেটে ছিলাম। এসে

বিষয়টি জানতে পেরে ছাত্রীটির খোঁজখবর নেই।

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায় বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা কোনোভাবে কাম্য নয়। প্রধান শিক্ষক সম্পূর্ণ অন্যায় করেছেন। ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে তদন্তসাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ছাত্রীর মাথা ফাটালেন প্রধান শিক্ষক!