Logo

​​​লালমনিরহাটে ছাত্রলীগসহ ১৭ নেতাকর্মী গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১৩ নভেম্বর, ২০২৫, ১২:৪৮
12Shares
​​​লালমনিরহাটে ছাত্রলীগসহ ১৭ নেতাকর্মী গ্রেফতার
ছবি: প্রতিনিধি

​লালমনিরহাটে গত দুই দিনের বিশেষ অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ১৭ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় ১১ ও ১২ নভেম্বর এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বের সন্ত্রাসবিরোধী ও নাশকতা আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

​বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ (ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার পাঁচ উপজেলায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এর মধ্যে লালমনিরহাট সদর উপজেলা থেকে ৪ জন, পাটগ্রাম থেকে একজন, হাতীবান্ধা থেকে ৬ জন, কালীগঞ্জ থেকে দুইজন এবং আদিতমারী উপজেলা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ​গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে।

তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- মোস্তাফিজুর রহমান সোহেল: পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা। মো: আলমগীর হোসেন (৩৭): আদিতমারী উপজেলার বাসিন্দা ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের। মো: আজিজুল ইসলাম (৪৮): কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। ​নারায়ন রায়, লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গোলজার হোসেন: তুষভান্ডার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য। মো: জাহেদুল ইসলাম (৪৩): সদর উপজেলার হারাটী ইউনিয়নের যুবলীগ কর্মী। মো: সিরাজুল ইসলাম ওরফে সেরা (৪০): সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের যুবলীগ কর্মী। মো: আবু সাইদ বসুনিয়া (৪৮) হাতীবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

​এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, সন্ত্রাসবিরোধী আইনে এদের সংশ্লিষ্টতা এবং মামলা রয়েছে। তাই তাদের বিশেষ অভিযানে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

​লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বলেন, আমি চারজন আসামিকে গ্রেফতার করেছি। আইনের কাছে তারা আসামী, তারা কোন সংগঠনের তা আমি বলতে পারব না।

বিজ্ঞাপন

​লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) মো: তরিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, যারাই অপরাধ সংগঠিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলবে

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD