পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

হিমালয়সংলগ্ন দেশের সর্বউত্তরের প্রবেশদ্বার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। কয়েকদিন ধরে তাপমাত্রা ১৬ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। উত্তরের হিমেল বাতাসে রাত থেকে সকাল পর্যন্ত কাঁপছে পুরো জেলা।
বিজ্ঞাপন
হিমালয়সংলগ্ন দেশের উত্তরের প্রবেশদ্বার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কয়েকদিন ধরে ১৬ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে তাপমাত্রা। উত্তরের হিমেল বাতাসে রাত থেকে সকাল পর্যন্ত জেলায় শীত অনুভূত হচ্ছে। তীব্র এই ঠান্ডায় কাঁপছে পুরো জেলা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন বুধবার রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, এখন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সকালে সূর্য ওঠার পর কিছুটা কমে গেলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই আবার বাড়ছে ঠান্ডা। দিনভর মৃদু রোদের কারণে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, বৃহস্পতিবার তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হিমালয়ের পাদদেশে হওয়ায় তেঁতুলিয়ায় দেশের অন্যান্য জায়গার তুলনায় আগে শীত নামে। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস মিলেছে। শীতের প্রভাব ক্রমেই বাড়বে।
এর আগে তাপমাত্রা ছিল সোমবার ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।








