শ্রীপুরে গ্রামীণ ব্যাংক শাখায় পটকা বিস্ফোরণ

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংক মাওনা শাখায় পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
রবিবার ভোররাতে আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে অজ্ঞাতনামা ৭–৮ জন যুবক অতর্কিতভাবে তিনটি পটকা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, তিনটি পটকার মধ্যে একটি ব্যাংকের বাউন্ডারির ভেতরে এবং বাকি দুটি বাইরে বিস্ফোরিত হয়।
বিজ্ঞাপন
গ্রামীণ ব্যাংক মাওনা শাখার ব্যবস্থাপক রেহেনা বেগম বলেন, রাত আনুমানিক ২টার দিকে সাত–আটজন যুবক এসে পরপর তিনটি পেট্রলবোমা জাতীয় বস্তুু করে বিস্ফোরণ ঘটায়। একটি সীমানা প্রাচীরের ভেতর এবং দুটি বাইরে পড়ে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ব্যাংকের সাইনবোর্ড ও জানালার কাঁচ ভেঙে যায় এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। আমাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, ঘটনাটিতে কেউ আহত হননি।
ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রবিবার সকাল ১০টায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক দ্য ডেইলি স্টার-কে বলেন, “আমি এখন ঘটনাস্থলে আছি। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এখানে মূলত একটি পটকা জাতীয় কিছু গেইটের ওপর আঘাত করে বিস্ফোরিত হয়েছে। কিছু কাচ ভাঙা ছাড়া বড় ধরনের কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।”
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








