Logo

সিরাজগঞ্জ-৬-এর দুইবারের সাবেক এমপি চাঁন মিয়া আর নেই

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
১৮ নভেম্বর, ২০২৫, ১৪:৫২
28Shares
সিরাজগঞ্জ-৬-এর দুইবারের সাবেক এমপি চাঁন মিয়া আর নেই
সাবেক এমপি নুরুল ইসলাম চাঁন মিয়া । ফাইল ছবি

সিরাজগঞ্জের দুইবারের সাবেক এমপি নুরুল ইসলাম তালুকদার ওরফে চাঁন মিয়া ৯০ বছর বয়সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

বিজ্ঞাপন

কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকন মাস্টার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁন মিয়া এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে ইউনিয়নবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ জোহর স্থানীয় ঈদগাহ মাঠে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

১৯৩৫ সালে কৈজুরী গ্রামে জন্মগ্রহণ করেন আলহাজ মো. নুরুল ইসলাম তালুকদার। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা তিনি স্থানীয় স্কুল ও কলেজ থেকে সম্পন্ন করেন। চাকরিজীবনে সততার জন্য পুরস্কৃত হওয়া চাঁন মিয়া পরে সরকারি চাকরি ছেড়ে পল্লী উন্নয়ন সমিতিতে কাজ শুরু করেন।

বিজ্ঞাপন

তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সহসভাপতি নির্বাচিত হন এবং ১৯৭৩ সালে কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জয়ী হন। ১৯৮৪ সালে দ্বিতীয়বারের জন্য ইউপি চেয়ারম্যান হন। এরপর ১৯৮৬ সালে জাতীয় পার্টির মনোনয়নে সিরাজগঞ্জ-৬ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

চাঁন মিয়ার জীবন সাদামাটা হলেও এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য তার অবদান স্মরণীয়। কৈজুরী গ্রামের নিজ বাড়িতে মরচে পড়া টিনের ঘরে তিনি বিনয়ী জীবন যাপন করতেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD