Logo

জীবননগরে সড়কে গাছ ফেলে পূর্বাশা পরিবহনে ডাকাতি

profile picture
উপজেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
১৮ নভেম্বর, ২০২৫, ১৪:১৯
25Shares
জীবননগরে সড়কে গাছ ফেলে পূর্বাশা পরিবহনে ডাকাতি
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর ইকোপার্কের সামনে নৈশকোচ থামিয়ে যাত্রীদের ওপর ডাকাতির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে ঘটে যাওয়া এ ঘটনায় যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করে দুর্বৃত্তরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, ভোরের অন্ধকারে ৭–৮ জনের একটি ডাকাতচক্র সন্তোষপুর–আন্দুলবাড়িয়া সড়কে দুটি ছোট গাছ কেটে ফেলতে ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। এরপর একটি পিকআপ আটকিয়ে সেটি ব্যবহার করে পুরো রাস্তা অবরুদ্ধ তৈরি করা হয়। বাধার মুখে পড়ে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের নৈশকোচ (ঢাকা মেট্রো–ব ১৫–৫২৪১), যা ডাকাতরা মুহূর্তেই থামিয়ে দেয়।

বিজ্ঞাপন

দলটির সদস্যরা দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে বাসে উঠে প্রথমেই চালক মো. ফয়সালকে লাঠি দিয়ে আঘাত করে। পরে যাত্রীদের কাছ থেকে প্রায় ২০–২৫ হাজার টাকা এবং ৭–৮টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ডাকাতির সময় বাসের দুটি সাইড গ্লাসও ভাঙচুর করা হয়।

জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD