Logo

কিউএস র‍্যাঙ্কিংয়ে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষে গাকৃবি

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৯ নভেম্বর, ২০২৫, ১৮:২৯
23Shares
কিউএস র‍্যাঙ্কিংয়ে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষে গাকৃবি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক র‍্যাঙ্কিং সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

বিজ্ঞাপন

সোমবার (১৮ নভেম্বর) কিউএসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, গাকৃবি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং পাবলিক–প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। সারা বিশ্বের ১ হাজার ৯৯৪টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করে তৈরি করা এ তালিকায় বাংলাদেশ থেকে স্থান পেয়েছে ২২টি বিশ্ববিদ্যালয়। দেশীয় র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরই রয়েছে গাকৃবির অবস্থান।

বিশ্ববিদ্যালয়টির এ সাফল্যকে উপাচার্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের গতিশীল নেতৃত্বের ধারাবাহিক ফল হিসেবে দেখা হচ্ছে। দায়িত্ব গ্রহণের মাত্র এক বছরের মধ্যেই গবেষণা, টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিকীকরণে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে উপাচার্য বলেন, “এই অর্জন শুধু একটি র‍্যাঙ্কিং নয়—গাকৃবি পরিবারের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার স্বীকৃতি। আমরা এখানেই থেমে থাকছি না; আন্তর্জাতিক তালিকায় দ্রুতই শীর্ষ ১০০–২০০-এর মধ্যে ওঠাই আমাদের লক্ষ্য।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষির ভবিষ্যৎ টিকে আছে গবেষণা, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের ওপর। গাকৃবি সেই ভবিষ্যৎ নির্মাণে আরও দৃঢ় প্রতিজ্ঞ।”

উল্লেখ্য, এর আগে টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‍্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬–এর বিভিন্ন ক্যাটাগরিতে দেশের সব পাবলিক–প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করে গাকৃবি। এছাড়া উরি র‍্যাঙ্কিং ২০২৫-এ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ক্যাটাগরিতে বিশ্বসেরা ১০০ প্রতিষ্ঠানের মধ্যে উঠে আসে ৭৭তম স্থানে—যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ অর্জন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD