‘আমাদের অফিসের বিল্ডিং হেলে পড়েছে’

রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।
এ সময় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে বাসা-বাড়ি থেকে তাড়াহুড়ো করে রাস্তায় বের হয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেণ্ড পর্যন্ত স্থায়ী ছিল।
বিজ্ঞাপন
নারায়ণগঞ্জের কাচপুর এলাকার মোখলেস জানান, আমার জীবনে এত দীর্ঘস্থায়ী ও এত ভয়ংকর ভূমিকম্প আর কোনো দিন অনূভূত হয়নি।আল্লাহতালা বাচাইসেন আমাদেরকে।
আমার দোকানের সব মালামাল পড়ে গেছে। আরেকটু হলে বিল্ডিং পড়ে যেত মনে হয়।
অপর এক বাসিন্দা সুমন বলেন,এত ভয়ানক ভূমিকম্প আমার জীবনে দেখি নাই। আল্লাহতালা আমাদেরকে হেফাযত করেছেন। ভূমিকম্পের জন্য আতঙ্কিত হয়ে এ এলাকার অধিকাংশ বাসিন্দা ভবন ছেড়ে রাস্তায় নেমে এসে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করে।
বিজ্ঞাপন
এসকোয়্যার কম্পানির চাকরিজীবী সালমান মিয়া জানান, আল্লাহতালা নিজ কুদরতে আমাদেরকে বাচিয়েছেন। আমাদের অফিসের বিল্ডিং হেলে পড়েছে।
তাড়াহুড়া করে নামতে গিয়ে অনেকেই গুরুতর আহত হয়েছেন।
বিজ্ঞাপন
এদিকে পাকিস্তানেও ভূমিকম্প আঘাত হেনেছে। সংবাদমাধ্যম এনডিটিভি জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী জানিয়েছে, শুক্রবার (২১ নভেম্বর) ভোরে দেশটিতে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১৩৫ কিলোমিটার গভীরে।








