Logo

নারীর ফাঁদে সাংবাদিক নির্যাতন

profile picture
নিজস্ব প্রতিবেদক
গাজীপুর
২১ নভেম্বর, ২০২৫, ১৭:৩৬
39Shares
নারীর ফাঁদে সাংবাদিক নির্যাতন
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে এক সাংবাদিককে অপহরণ, মারধর ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়ের দাবি, এক পরিচিত নারীসহ চারজন মিলে তাকে ফাঁদে ফেলে নির্যাতন করা হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের গাজীপুর–টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি নির্জন এলাকায় এ ঘটনা ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পরিচিত নারী তাহরিমা জান্নাত সুরভী খবর দেওয়ার কথা বলে দুর্জয়ের সঙ্গে দেখা করতে বলেন।

বিজ্ঞাপন

বিমানবন্দর এলাকা থেকে মোটরসাইকেলে তুলে তিনি তাকে গাজীপুরের দিকে নিয়ে যান। ভোগড়া বাইপাস হয়ে সফিপুরে পৌঁছালে ওঁত পেতে থাকা কয়েকজন যুবক মোটরসাইকেল থামিয়ে দুর্জয়ের ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

অভিযোগে আরও বলা হয়, চারজন দুর্জয়কে জোর করে একটি অটোরিকশায় তুলে গাজীপুরের আন্দারমানিক রোডের একটি বাসায় নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে লাঠি, লোহার রড ও লাঠিসোটা দিয়ে মারধর করা হয়।

বিজ্ঞাপন

বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে তার বিকাশের মাধ্যমে টাকা আদায় করা হয়। পরিচিতদের ফোন করে ৫০ হাজার টাকা আনানো হয়, যার মধ্যে ৪৫ হাজার ২০০ টাকা বিভিন্ন নম্বরে পাঠিয়ে দেওয়া হয়। এ ছাড়া তার সঙ্গে থাকা ৪ হাজার ৫৭০ টাকাও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, দুর্জয়ের গলায় পরিচয়পত্র ঝুলিয়ে জোর করে তাকে দিয়ে ইয়াবা বিক্রির ভিডিও ধারণ করা হয়।

বিজ্ঞাপন

প্রায় ২৪ ঘণ্টা আটক রেখে বুধবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি জানালে খুনসহ ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি মৌচাক পুলিশ ফাঁড়িকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD