ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ছাই

ময়মনসিংহের ত্রিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোকারিজ ও স্টিলের বিভিন্ন সামগ্রীর গুদামসহ চারটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে ত্রিশাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নওধার ভাঙতি এলাকার সেকান্দর আলী রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুহুল আমীন, লোকমান হোসেন ও জামাল উদ্দিন—এই তিন ভাইয়ের যৌথ মালিকানাধীন কোকারিজ পণ্য, স্টিল সামগ্রী ও বিভিন্ন গৃহস্থালি মালামালের গুদামটি মুহূর্তেই আগুনে পুড়ে যায়। পাশাপাশি তাঁদের তিন ভাইয়ের বসতবাড়ি এবং আরেক ভাই আব্দুল্লাহর বাড়িসহ মোট চারটি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা ফায়ার সার্ভিসের দেরিতে উপস্থিত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
গুদাম ও ঘরমালিক লোকমান হোসেন বলেন,‘আমাদের চার ভাইয়ের বিশ বছরের অর্জিত সব সম্পদ শেষ হয়ে গেছে। এখন পরনের পোশাক পর্যন্ত নেই। অন্যের দেওয়া জামা পরে ঘর থেকে বের হতে হচ্ছে। ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা না গেলেও কয়েক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। সরকার সহযোগিতা না দিলে আমাদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।’
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আতিকুর রহমান বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই। আগুনের তীব্রতা ও এলাকার ঘনবসতি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগে। তারপরও ক্ষয়ক্ষতি কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি।
এ বিষয়ে ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত চার পরিবারকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা ও বিশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তাঁদের ক্ষয়ক্ষতির বিস্তারিত তালিকা তৈরি করা হচ্ছে। প্রতিবেদন পাওয়া গেলে সরকারি সহযোগিতা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন








