Logo

নারীর ঘুষি খেয়ে পিস্তল ফেলে পালিয়ে বাঁচল ছিনতাইকারী

profile picture
জেলা প্রতিনিধি
মাগুরা
২০ নভেম্বর, ২০২৫, ২০:১২
17Shares
নারীর ঘুষি খেয়ে পিস্তল ফেলে পালিয়ে বাঁচল ছিনতাইকারী
প্রতীকী ছবি

মাগুরার শ্রীপুরে অস্ত্রের মুখে নারী এনজিও কর্মী রিমা রায়ের সোনার চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কিন্তু ভুক্তভোগী নারী আত্মরক্ষার মাধ্যমে ছিনতাইকারীদের ভয় দেখিয়ে পালাতে বাধ্য করেছেন।

বিজ্ঞাপন

ঘটনা বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি নির্জন সড়কে ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছেন, টিকারবিলা ব্রাক শাখার কর্মী রিমা রায় মোটরসাইকেলে লাঙ্গলবাঁধ বাজার থেকে আমলসারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

বিজ্ঞাপন

রিমা রায় বলেন, নির্জন রাস্তায় তিনজন আমাকে ঘিরে ধরে টাকা ও স্বর্ণালংকার চাইতে থাকে। আমি বাধা দিলে ধস্তাধস্তি হয় এবং এক ছিনতাইকারীর মুখে ঘুষি মারি। এই ঘটনায় একজনের হাতে থাকা পিস্তল সড়কের পাশে পড়ে যায়।

তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

তবে রিমা জানিয়েছেন, তাদের হাতে থাকা তার ব্যাগে থাকা ১৫–১৬ হাজার টাকা এবং সোনার চেইন ছিনতাইকারীরা নিয়ে গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীদের ফেলে যাওয়া পিস্তল জব্দ করেছে।

বিজ্ঞাপন

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, পরিদর্শন করে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এটি আসল নাকি নকল তা পরীক্ষা করা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD