Logo

চট্টগ্রামে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুবদল নেতার জিডি

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২১ নভেম্বর, ২০২৫, ১৬:১২
8Shares
চট্টগ্রামে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুবদল নেতার জিডি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষোদগার করার অভিযোগ উঠেছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির মিডিয়া সেলসহ নামে-বেনামে একাধিক আইডি-পেজ খুলে কুৎসা রটনা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

এমনকি পেজগুলোতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে মনোনয়ন বাণিজ্যের অভিযোগও তোলা হয়েছে। এ ছাড়া দলটির আরেক শীর্ষ নেতা ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধেও যাচ্ছেতাই লেখা হচ্ছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, চট্টগ্রাম-১৩ আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। কিন্তু এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজামকে।

বিজ্ঞাপন

অভিযোগ উঠেছে, এরপরই ক্ষোভে ফুঁসে ওঠেন লায়ন হেলাল উদ্দিনের অনুসারীরা। তারা সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে কর্মসূচি পালন করে আসছেন। একপর্যায়ে তারা সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন। এ ছাড়া সরওয়ার জামালের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে গত বুধবার (১৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি দিয়েছেন লায়ন হেলাল উদ্দিনসহ তিন মনোনয়নপ্রত্যাশী।

এদিকে যুবদল নেতা মোহাম্মদ ফারুকের করা জিডিতে উল্লেখ করা হয়েছে, বিএনপি মিডিয়া সেল নামের ভুয়া ফেসবুক পেজ এবং ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম-১৩ আসনের মনোনয়নপ্রাপ্ত সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও আপত্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। মনোনয়ন বঞ্চনার ক্ষোভে এই গোষ্ঠী চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) এলাকায় চিহ্নিত যুবলীগ কর্মীদের সঙ্গে রাতের আঁধারে সশস্ত্র মহড়া দিয়েছে এবং মনোনয়নপ্রত্যাশী এক ব্যক্তির নামে স্লোগান দিয়েছে।

বিজ্ঞাপন

দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র নেতারা বলছেন, মনোনয়ন বঞ্চনার ক্ষোভ থেকে হেলালের অনুসারীরা দলের শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করছেন। অনলাইনে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে দলীয় একতা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বিজ্ঞাপন

২০০৪ সালে বিএনপি নেতা ও ব্যবসায়ী জামাল উদ্দিন অপহরণ ও হত্যা মামলার তালিকাভুক্ত আসামি ছিলেন হেলাল উদ্দিন। তার বিরুদ্ধে আনোয়ারায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলীয় কোন্দলের অভিযোগও ছিল। এসব অভিযোগ ঘিরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও হয়েছিল। দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২২ সালের অক্টোবরে তাকে আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং পরে বহিষ্কার করা হয়।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD