নেত্রকোনায় ডিজিটাল অধিকার বিষয়ক কর্মশালা

নেত্রকোনায় সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্যে ডিজিটাল অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
নেত্রকোনায় ডিজিটাল অধিকার এখন আর কেবল তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞদের বিষয় নয়, সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষার সঙ্গেও এটি গভীরভাবে জড়িত- এই বার্তা সামনে রেখে শনিবার (২২ নভেম্বর) নেত্রকোনায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য ডিজিটাল অধিকারঃ নিরাপত্তা ও সুরক্ষা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। অনুষ্ঠানটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ ধারাবাহিকভাবে এই কর্মশালার আয়োজন করে।
এই প্রশিক্ষণে অংশ নেন স্থানীয় সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মের সাংবাদিক এবং মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
বিজ্ঞাপন
কর্মশালায় অংশগ্রহণকারীগণ ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন সুরক্ষার বিভিন্ন দিক, ঝুঁকি চিহ্নিতকরণ বা থ্রেট মডেলিং, নিরাপদ ব্রাউজিং ও যোগাযোগ, এনক্রিপশন, দুই ধাপ বিশিষ্ট লগইন ব্যবস্থা, ডিজিটাল স্বাস্থ্যবিধি বা হাইজিন প্রাইভেসি সচেতনতা এবং ইন্টারনেট শাট-ডাউন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, ডিজিটাল অধিকার নিশ্চিত না হলে মতপ্রকাশের স্বাধীনতাও কার্যকর হয় না। অনলাইনে নিজেদের সুরক্ষিত রাখতে ও সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এখন সময়ের দাবি।
কর্মশালায় ডিজিটাল সুরক্ষার কৌশলপত্র উপস্থাপন করেন ভয়েস-এর উপ-পরিচালক, মুশাররাত মাহেরা। তিনি বলেন, মানবাধিকার নিশ্চিত করতে ডিজিটাল অধিকার ও নিশ্চিত করতে হবে। ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা এই অধিকারের অন্যতম দুটি দিক। সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এসব তথ্য নিরাপদ রাখতে তাদের ডিজিটাল নিরাপত্তার কৌশলগুলো মানা অত্যন্ত জরুরি।
বিজ্ঞাপন
ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, যারা ডিজিটাল অধিকার সম্পর্কে সচেতন এবং যারা সচেতন নন, এই দুই শ্রেণির মধ্যে যথেষ্ট ব্যবধান রয়েছে। বিশ্বাসযোগ্য উৎস ছাড়াই তথ্য শেয়ার করা ডিজিটাল পরিসর ও অধিকার রক্ষার ক্ষেত্রে বড় একটি প্রতিবন্ধকতা।
কর্মশালায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, শক্তিশালী পাসওয়ার্ড ও গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন, ভিপিএন, টর ব্রাউজারে নিরাপদ ব্রাউজিং, এনক্রিপ্টেড বার্তা এবং ডেটা ব্যাকআপের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া, অংশগ্রহণকারীরা ভাইরাসযুক্ত লিংক চেনার উপায়, মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় গোপনীয়তা রক্ষা, মাঠপর্যায়ে পেশাগত দায়িত্ব পালনের সময়ে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পাবলিক ওয়াইফাই এড়ানো ও জিও-লোকেশন ট্র্যাকিং বন্ধ রাখা, ইন্টারনেট শাটডাউনসহ নানা বিষয়ে অনুশীলন করান।
বিজ্ঞাপন








