Logo

বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
২২ নভেম্বর, ২০২৫, ১৫:৩৭
10Shares
বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের ৫ জনের
প্রতীকী ছবি

দিনাজপুরের দশমাইলে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুরগম গবেষণা ইনস্টিটিউটের সামনে মিনিবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানিয়েছেন, সংঘর্ষের সঙ্গে জড়িত ইজিবাইকটি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের চাপায় দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। এ সময় আহত হন আরও একজনকে, যাকে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

ওসি জানান, নিহতদের মধ্যে ইজিবাইকটিতে থাকা সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনার কারণ তদন্ত চলছে। পুলিশ ঘটনার স্থান পরিদর্শন করছে এবং নিহতদের পরিবারকে দ্রুত খবর দেওয়ার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

এটি দিনাজপুরে সাম্প্রতিককালের সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনার মধ্যে একটি বলে পুলিশের প্রাথমিক বক্তব্যে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই সময় মহাসড়কে যানবাহনের চাপ ছিল এবং সড়কের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা দুর্ঘটনার মূল কারণ হিসেবে প্রাথমিকভাবে ধরা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD