নির্বাচনের বোঝা নিয়ে এসেছি, সুষ্ঠু নির্বাচনই প্রধান লক্ষ্য: জেলা প্রশাসক পাভেল

মৌলভীবাজারের নবনিযুক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন।
সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়নচিত্র ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক পাভেল বলেন, “নির্বাচনের বোঝা নিয়ে মৌলভীবাজারে এসেছি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারলে তবেই প্রশাসন সার্থক হবে।”
বিজ্ঞাপন
তিনি আরও জানান, প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা, সেবা প্রদানকে আরও দ্রুততর করা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করাই তার অগ্রাধিকার।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








