চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন প্রদান

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের রোগীদের স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) জেলা কমিটির পক্ষ থেকে একটি ইসিজি (ইলেক্ট্রোকার্ডিওগ্রাম) মেশিন প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তত্ত্বাবধায়কের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মেশিনটি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমানের হাতে তুলেদেন অতিথিসহ সংগঠনের জেলা শাখার নেতারা।
এনডিএফের জেলা সভাপতি অধ্যাপক ডা. সালেহ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মহিবুর রহমান সাদাতের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া ও এনডিএফ সদর হাসপাতাল শাখা সভাপতি ডা. আসিফ ইকবাল।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সদর হাসপাতালের জুনিয়র কনাসলটেন্ট সার্জারি (আর.এস) ডা. ফেরদাউস, ডাঃ আসিফুর রহমান আসিফ, ড্যাব প্রতিনিধি ও সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহম্মদ কাজল, এনডিএফ জেলা কমিটির দপ্তর সম্পাদক ডা. হানিফুর রহমান বিপ্লব, অর্থ সম্পাদক ডা. মাহিদুর রহমান সাদ এবং এনডিএফ সদর হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. শাখাওয়াত হোসেনসহ কমিটির অন্যান্যরা।
এনডিএফের নেতারা বক্তব্যে বলেন, তাদের সংগঠন সব সময় মানব সেবায় কাজ করে আসছে। সদর হাসপাতালে অনেক রোগী থাকে। প্রত্যেক ফ্লোরে একটি করে ইসিজি মেশিন প্রয়োজন হয়। চলমান সময়ে ইসিজি মেশিনের প্রয়োজনীয়তা দেখা দেয়ায় এই ইসিজি মেশিনটি রোগীদের সেবার জন্য প্রদান করা হয়েছে। ভবিষ্যতে রোগীদের যে কোনো সংকটে এই সংগঠন পাশে থাকবে।







