Logo

বগুড়ার শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

profile picture
উপজেলা প্রতিনিধি
বগুড়া
২৪ নভেম্বর, ২০২৫, ১৩:২৮
16Shares
বগুড়ার শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মাদ্রাসা পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাড়ীদহ দাখিল মাদ্রাসার দপ্তরি রফিকুল ইসলামের বসতবাড়ি এবং তাঁর ভাড়া দেওয়া একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানটির মালিক বাবু মিয়া। প্রথমে দোকানটিতে আগুন লাগলেও মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে বসতঘরের পাঁচটি কক্ষে ছড়িয়ে পড়ে। এতে ঘরের সকল আসবাবপত্র, কাপড়-চোপড়, মূল্যবান মালামালসহ প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও বগুড়া সদর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বসতবাড়ি ও দোকানের উল্লেখযোগ্য অংশ সম্পূর্ণভাবে পুড়ে যায়।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম জানান,‘আগুনটা দোকান থেইক্কেই ধইরা। কিছুই বাঁচাইতে পারলাম না। আমার সব শেষ। অন্তত ২০ লাখ টাকার মতো ক্ষতি হইছে।’

শেরপুর ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সোমবার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। তিনি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD