Logo

মৌলভীবাজারের কুলাউড়ায় সেতুর বেহাল দশা

profile picture
উপজেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৪ নভেম্বর, ২০২৫, ১৪:৫৩
2Shares
মৌলভীবাজারের কুলাউড়ায় সেতুর বেহাল দশা
ছবি: প্রতিনিধি

‎মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের প্রতাবী এলাকায় লক্ষীপুর–হাসিমপুর সড়কের একমাত্র ভরসা এই সেতুটি আজ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

প্রায় ৭ বছর ধরে সেতুর মধ্যখানের পাইল দেবে গিয়ে যে ভয়াবহ ভগ্নদশার সৃষ্টি হয়েছে, তা এখন স্থানীয়দের নিত্যদিনের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। তবুও বিকল্প না থাকায় প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি পার হচ্ছেন।

‎১৯৯১ সালে নির্মিত সেতুটি বর্তমানে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সরেজমিনে দেখা গেছে—ঢালাই খসে পড়া, কাঠামো দেবে যাওয়া ও বেঁকে যাওয়া অংশ, যা ছোট যানবাহন চালকদের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠেছে। সিএনজি, মোটরসাইকেলসহ ছোট গাড়িগুলো চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে।

বিজ্ঞাপন

‎এছাড়াও ‎‎লক্ষীপুর, গুতগুতি, বাবনিয়া, বেতাংগি, পালগাঁও, হাসিমপুর, কবিরাজি—এমন ৮–৯টি গ্রামের মানুষের একমাত্র যোগাযোগ পথ এই সেতুটি। পাশাপাশি বাবনিয়া আলিম মাদ্রাসাসহ আশপাশের স্কুল–কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন ভয় নিয়ে ব্রিজ পার হন। সামান্য বৃষ্টিতেই সেতুর ওপর পানি উঠে গেলে তাদের আতঙ্ক আরও বাড়ে। অনেককে অন্যের হাত ধরে পার হতে দেখা যায়। পরীক্ষা চলাকালীন দেরি হওয়া কিংবা সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পারার ঘটনাও নিয়মিত।

‎‎এলাকাবাসীর দাবি, এই ভগ্নসেতুর কারণে আগেও একজনের মৃত্যু হয়েছে। জরুরি রোগী, প্রসূতি কিংবা বড় কোনো গাড়িই এ পথে চলাচল করতে পারে না। ফলে প্রতিদিনই চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।

‎শিক্ষার্থীরা বলছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যেই এমপি নির্বাচিত হোন না কেন, তার প্রথম কাজ হওয়া উচিত এই সেতুটি পুনর্নির্মাণ। আমরা নিরাপদে স্কুলে যেতে চাই।

বিজ্ঞাপন

‎‎‎প্রতাবীর লক্ষীপুর–হাসিমপুর সড়কের এই সেতুটি শুধু একটি কাঠামো নয়—এটি কয়েক হাজার মানুষের জীবনরেখা। সাত বছর ধরে ঝুঁকিতে থাকা সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণ এখন আর সময়ের দাবি নয়, এটি জরুরি প্রয়োজন।

‎ব্রিজ মেরামত ও স্থানীয়দের স্বারকলিপির অগ্রগতির বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মহিউদ্দিন বলেন—ব্রিজের দায়িত্ব এলজিইডির। বিষয়টি তাদের প্রকৌশলীর সঙ্গে কথা বললেই সঠিক জানা যাবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে যোগাযোগ করা হলে এলজিইডি প্রকৌশলী প্রিতম শিকদার জয় মুঠোফোনে জানান— পুরাতন ব্রিজগুলোর তালিকা করে প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখানে ফান্ড অনুমোদন হলে মেরামতের ব্যবস্থা করা হবে।

‎‎এলাকাবাসীর একটাই দাবি—‘দ্রুত সেতুর সংস্কার চাই’ ‎নিরাপদ চলাচল ও জীবনঝুঁকি থেকে মুক্তি পেতে স্থানীয়রা অবিলম্বে সেতুটি মেরামত বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়া আসনের নতুন প্রতিনিধি মানবিক বিবেচনায় যেন এ সমস্যার স্থায়ী সমাধান করেন—এমনই প্রত্যাশা এলাকাবাসীর।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD