লালমনিরহাট সীমান্তে ৯টি ভারতীয় গরু ও মাদক জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯টি ভারতীয় গরু, ১৬৯ বোতল ইস্কাফ সিরাপ, ৬৭ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। এই অভিযানগুলো ২৩ ও ২৪ নভেম্বর বিভিন্ন বিওপির টহলদল দ্বারা পরিচালিত হয়।
বিজ্ঞাপন
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে গরু ও মাদক পাচারের চেষ্টা করছিল।
রবিবার (২৩ নভেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে মোগলহাট বিওপি-সংশ্লিষ্ট কুমারটারী এলাকায় বিজিবি টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা গরু ফেলে পালিয়ে যায়। এ সময় ৮টি ভারতীয় গরু জব্দ করা হয়।
বিজ্ঞাপন
পরবর্তীতে একই এলাকায় পৃথক অভিযানে চোরাকারবারীরা ফেলে যাওয়া মালামাল থেকে ৭০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে ঝাউরানী বিওপি এলাকায় টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৬৭ বোতল ফেন্সিডিল ও ৯৯ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। একই দিন রাত ৩টা ৩০ মিনিটে বনচৌকি বিওপি এলাকার উত্তর আমঝোলে একটি ভারতীয় গরু আটক করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, উদ্ধারকৃত ৯টি ভারতীয় গরুর আনুমানিক বাজারমূল্য ৬,৪৫,০০০ টাকা, ইস্কাফ সিরাপ ১৬৯ বোতলের সিজার মূল্য ৬৭,৬০০ টাকা, ফেন্সিডিল ৬৭ বোতলের সিজার মূল্য ২৬,৮০০ টাকা এবং ১৫ কেজি গাঁজার সিজার মূল্য ৫২,৫০০ টাকা। মোট সিজার মূল্য ৭,৯১,৯০০ টাকা।
বিজ্ঞাপন
লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেছেন, ‘দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক। চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় জনগণকে সহযোগিতা করতে এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেওয়া হয়েছে।’








