সোনালী ব্যাংকে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে প্রতারণা

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে ব্যাংক গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগে রফিকুল ইসলাম (৫০) নামে প্রতারণা চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৩০মিনিটের দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।
আটক রফিকুল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি এলাকার মৃত তফছির রহমান বোদোর ছেলে। তিনি রংপুর সদরের রাধা বল্লভ এলাকায় একটি গরুর খামারে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন বলে পুলিশ জানায়।
আরও পড়ুন: চাচিকে বিয়ে করে ফেসবুকে পোস্ট দিল ভাতিজা
বিজ্ঞাপন
ব্যাংক সূত্র ও পুলিশ জানায়, বুধবার (৫ নভেম্বর) সকালে কোচাশহর এলাকার অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক শাখা থেকে পেনশনের ২৪ হাজার টাকা উত্তোলন করেন। এ সময় ব্যাংকের ভেতরে থাকা রফিকুল উত্তোলিত টাকার মধ্যে জাল নোট রয়েছে দাবি করে পরীক্ষা করার কথা বলে টাকা নেন এবং কৌশলে ১৪ হাজার টাকা নিয়ে সটকে পড়েন। পরে সিসিটিভি ফুটেজে ঘটনা ধরা পড়লে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন।
সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদ জানান, রবিবার সকালে রফিকুলকে আবারও শাখায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সিসিটিভির মাধ্যমে শনাক্ত করা হয়। পরে নিরাপত্তা দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ভুক্তভোগী ডা. তোফাজ্জল হোসেন বলেন, রফিকুল আমাকে বলে ব্যাংক না কি মাঝেমধ্যে জাল নোট দেয়, তাই পরীক্ষা করা দরকার। তার কথায় বিশ্বাস করে টাকা দিই। পরে দেখি ১৪ হাজার টাকা নেই। মনে হয়েছে সে নিশ্বাস জাতীয় কিছু দিয়ে আমাকে বিভ্রান্ত করেছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গাইবান্ধায় গণপিটুনিতে তিনজনের মৃত্যু
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, রফিকুল একটি সক্রিয় প্রতারণা চক্রের সদস্য। তিনি বিভিন্ন ব্যাংক শাখায় ঘুরে সুযোগমতো গ্রাহকদের টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে রফিকুলকে আটক করার পর তার বিরুদ্ধে আরও প্রতারণার তথ্য পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বগুড়ার সোনালী ব্যাংক পিএলসি শাখা থেকেও গোবিন্দগঞ্জের এক স্কুল শিক্ষক আইয়ুব হোসেন মাস্টারের কাছ থেকে ৮৬ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।








