Logo

গাইবান্ধায় গণপিটুনিতে তিনজনের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
গাইবান্ধা
২ নভেম্বর, ২০২৫, ১১:১৫
77Shares
গাইবান্ধায় গণপিটুনিতে তিনজনের মৃত্যু
প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার (মাজার এলাকা) গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সেসময় দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।

স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে একটি সংঘবদ্ধ চোরের দল গ্রামের এক ব্যক্তির গোয়ালঘরে ঢুকে গরু চুরি করতে গেলে টের পেয়ে যায় এলাকাবাসী। পালানোর চেষ্টা করে তারা প্রথমে পাশের জঙ্গলে এবং পরে পুকুরে ঝাঁপ দেয়। পরে তাদের ধরে বেধড়ক মারধর করা হলে ঘটনাস্থলেই দুজন মারা যান।

বিজ্ঞাপন

আহত আরেকজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা, গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।

ওসি বুলবুল ইসলাম জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে এবং এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিতের পর আইনি প্রক্রিয়া মেনে মরদেহ মর্গে পাঠানো হবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD