শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজারসংলগ্ন গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন- রামেশ্বরপুর গ্রামের মেহেদী হাসান (২০) এবং শেরপুর পৌরসভার গোসাইপাড়া এলাকার মৃত বাবলু ব্যাপারীর ছেলে শাহাবুল হাসান (২০)। আহত উৎসব চক্রবর্তী (২০) একই এলাকার বাসিন্দা। তিনজনই সম্প্রতি এইচএসসি পাস করেছেন।
বিজ্ঞাপন
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, রাতে তিন বন্ধু একটি মোটরসাইকেলে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে চালক শাহাবুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে সড়কের পাশের একটি দোকানের শাটারে তারা সজোরে ধাক্কা দেন। ঘটনাস্থলেই তিনজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মেহেদী ও শাহাবুলকে মৃত ঘোষণা করেন।
আহত উৎসবকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে।








